“শার্শার উলাশী-গিলাপোল সরকারী আবাসন প্রকল্পে ভয়াবহ আগুনে ২০টি ঘর পুড়ে ভষ্মিভুত-ক্ষতির পরিমান ২কোটি টাকা”

0
463

আরিফুজ্জামান আরিফ : যশোরের শার্শা উপজেলার উলাশী-গিলাপোল সরকারী আবাসন প্রকল্পে বুধবার বিকালে হঠাৎ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। অগ্নিকান্ডে আবাসন প্রকল্পের ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

ঘটনার পর পরই বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যায় এবং দীর্ঘক্ষন চেষ্টা করার পর আগুন নেভাতে সক্ষম হয়।
এর মধ্যে পুড়ে ছাই যায় ২০টি ঘর।
এ ঘটনা শুনে  তাৎক্ষনিক ছুটে যান শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া ও সহ অত্র ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।
ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষনিক উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও রুহুল ব্রিক্স’র পক্ষ থেকে  প্রতিটি পরিবারের জন্য ১৫ কেজি চাউল, ২ কেজি ডাউল, ২ কেজি আলু, ১টি করে কম্বল ও নগদ ৯শ’ টাকা প্রদান করা হয়।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রান্না ঘরের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ২কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here