“শার্শার ডুবপাড়া, নটাদিঘা ও পদ্মবিলের অবৈধ বেড়িবাঁধ পাটা ও স্থাপনা উচ্ছেদ “

0
414

আরিফুজ্জামান আরিফ : যশোরের শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া, নটাদিঘা ও পদ্মবিলের অবৈধ বেড়িবাঁধ পাটা ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে  শার্শা উপজেলা প্রশাসন। আর এতে ব্যাপক সাড়া দিয়েছেন স্থানীয় জনগন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে।

প্রশংসনীয় এ অভিযান পরিচালনা কাজটির নেতৃত্ব দিয়েছেন শার্শার উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ।

জানা যায় , উপজেলা প্রশাসন সহ স্থানীয়দের সহযোগিতায় নটাদিঘা ও পদ্মবিলে দেওয়া বাঁধ ও পাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। দখল মুক্ত করা হয়েছে নটাদিঘা ও পদ্মবিলের বিভিন্ন এলাকা। এতে খুশি এলাকার হাজারো মানুষ।

স্থানীয়রা জানান, প্রতিবছর অবৈধ পাটা ও ভেড়ী বাঁধের কারনে তাদের ধান পাট সহ সবজিক্ষেত ডুবে যেত। ক্ষতিগ্রস্থ হতো তারা। এখন অবৈধ পাটা ও ভেড়ী বাঁধ উচ্ছেদ করে নটাদিঘা ও পদ্মবিলের পানির বহমান ধারা চালু করে দেওয়ার সরকারের এই নন্দিত পদক্ষেপ কে স্বাগত জানিয়েছে শার্শা উপজেলা অঞ্চলের লাখো মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ বলেন, দীর্ঘদিন যাবত উন্মুক্ত নটাদিঘা ও পদ্মবিলে প্রবাহমান জবরদখল করে পাটাবাঁধ ও মাটিবাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলো এক শ্রেণীর অসাধু লোক।
নদী খাল বিল সহ অবৈধ দখলদারদের উচেছদ অভিযান অব্যাহত থাকবে। এই কাজে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here