” শার্শার রুদ্রপুর বিআরডি সীমান্ত নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত!১৫ বছরেও হয়নি এমপিও ভুক্ত”

0
420

আরিফুজ্জামান আরিফ : যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বিআরডি সীমান্ত নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি নানামূখী সমস্যায় জর্জরিত।দীর্ঘ ১৫ বছরেও মেলেনি প্রতিষ্ঠানটির এম,পি,ও।

২০০২ সালের ১লা জানুয়ারীতে এলাকার সূধী জনেরা উদ্যোগ নিয়ে বিদ্যালয় টি  নির্মান করেন। দীর্ঘদিন পর ২০১৫সালের ১লা জানুয়ারী পাঠ দানের অনুমতি দেয় শিক্ষাবোর্ড। ২০১৬সালে জে,এস, সির অনুমতি মেলে প্রতিষ্ঠানটিতে । ২০১৭ সালে সেকায়েবও অনুমোদন দেয় প্রতিষ্ঠানটির।

পার্শ্ববর্তী অন্যান্য স্কুল থেকে এ বিদ্যালয় টির দুরত্ব ৫ কিলোমিটার। এখানে ২১৫ জন ছাত্র ছাত্রী লেখা পড়া করে।
সম্পূর্ণ বিনা বেতনে দীর্ঘ ১৫ বছর ধরে নয় জন শিক্ষক কর্মচারী এখানে চাকরী করে আসছেন।ফলে পরিবার পরিজন নিয়ে দারুন মানবেতর জীবন যাপন করেও আাকড়ে ধরে চাকুরী করে  চলেছে একটু সুখের আশায়। এত কিছুর পরেও এখনো
এম,পি,ও,ভূক্ত হয়নি বিদ্যালয়টি।এছাড়া এখানে পাঠদানের কক্ষগুলোতে নাজুক অবস্হা বিরাজ করছে।যাতায়াতের রাস্তাটির করুন দশা।একটু বৃষ্টিপাতে কর্দমময় পরিবেশ সৃষ্টি হয়ে যায়।ফলে শিক্ষক কর্মচারী,ছাত্র ছাত্রী সহ সংশ্লিষ্টরা
কাদাপানি  মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকে এবং ভাঙ্গা ঘরে পাঠদান কার্যক্রম পরিচালনা করে।

এত কিছুর পরে এলাকার সুধীজন ও অভিভাবকরা তাদের সন্তানদের এলাকার নিজেদের প্রতিষ্ঠান করে এবিদ্যালয়ে পড়ালেখা করতে বাধ্য করে।

বিষয়টি সরজমিন তদন্ত পূর্বক কর্তৃপক্ষ এদিকে একটু নজর দেবেন এমনটাই দাবী এলাকার অভিভাবক সহ সূধীজনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here