“শার্শায় ভারতীয় সার বিক্রি ও মজুত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত”

0
495

আরিফুজ্জামান আরিফ : যশোরের শার্শায় ভারতীয় সার বিক্রি ও মজুত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকালে উপজেলার পাঁচ ভুলোট বাজারের আল আমিনের সারের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এ সময় ওই দোকান থেকে ৩৩ বস্তা ভারতীয় সার জব্দ করা হয়।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার জানান, উপজেলার পাঁচভুলোট গ্রামের আকবর আলীর ছেলে আল আমিন (২৫) দীর্ঘদিন যাবত ভারতীয় সার মজুত করে এলাকার চাষিদের মাঝে বিক্রি করে আসছিল। এ খবর জানতে পেরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলক কুমার মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার ব্যবস্থাপনা আইনে আল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় এবং দোকানে থাকা ৩৩ বস্তা সার জব্দ করাও হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here