শার্শা উপজেলার হাট-বাজারগুলো সংস্কারের অভাবে দূরাবস্থা 

0
467

আশানুর রহমান আশা : প্রয়োজনীয় সংস্কারের অভাবে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকার হাট-বাজারের দূরাবস্থা চরমে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্তমান এ সব হাট-বাজারের ক্রেতা-বিক্রেতারা চরম দূর্ভোগের মধ্যে বেচা-কেনা করছে। উপজেলার হাটবাজার গুলো থেকে ইজারাবাবদ মোটা অংকের রাজস্ব আদায় হলেও দীর্ঘদিন এ সব হাটবাজারের উন্নয়নের জন্য কোন বরাদ্ধ দেয়া হয়নি। অন্যদিকে ইজারাদের দৌরাত্ব দিনদিন বেড়ে যাচ্ছে । নির্ধারিত রেটের অনেক বেশী খাজনা আদায় করা হচ্ছে। অথচ বাজারগুলোতে সরকারী নিয়ম অনুযায়ী নির্ধারিত খাজনা আদায়ের তালিকা ঝুলিয়ে দেয়ার কথা, কিন্ত কোন বাজারে এমন তালিকা দেখা যায় না। অপরদিকে বাজারের জমি দখল করে এক শ্রেনীর প্রভাবশালীমহল পাকাঘর নির্মান করে ভাড়া বা ব্যবসা চালিয়ে যাচ্ছে উপজেলারবেনাপোল,শার্শা,নাভারন,উলাশী,বাগআচড়া,গোগা,পুটখালী,নিজামপুর, গোড়পাড়া,শাড়াতলা,পাকশিয়া,লক্ষনপুর,শিকারপুর,বাহাদুরপুর,শাখারীপোতা প্রভৃতি বাজারে জমিতে অবৈধভাবে বসতবাড়ী দোকানঘর নির্মানের ফলে বাজারগুলোতে চরম সংকট দেখা দিয়েছে।এছাড়া সাপ্তাহিক হাটের দিনে প্রধান সড়কের উপরে দোকান-পাট বসে । ফলে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের চলাচলে দারুন বিঘেœর সৃষ্টি হচ্ছে। ঘটছে প্রতিদিন দূর্ঘটনা । এসব বাজারগুলোতে নেই প্রয়োজনীয় আলো,পানি ও পয়:নিষ্কাশনের ব্যবস্থা। এমনকি ক্রেতা-বিক্রেতারা খোলা আকাশের নিচে ধুলা-ময়লা স্থানে বসে ক্রয়-বিক্রয় করছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here