“শার্শা উপজেলায় জমে উঠেছে লিচু বাজার

0
592

আরিফুজ্জামান আরিফ : শার্শা উপজেলায় মৌসুমী সুস্বাদু ফল লিচুর বাজার বেশ জমে উঠেছে । উপজেলার বাগআঁচড়া,নাভারন, শার্শা,বেনাপোল সহ বিভিন্ন হাটবাজারে চায়না,বোম্বাই, মোজাফ্ফার, রাজশাহী সহ দেশী হরেক রকম নামের সু-স্বাদু লিচু এখন বাজারের সবখানে বিক্রি হচ্ছে।বিক্রেতারা লিচুর ডালির পসরা সাজিয়ে বেচাকেনা করতে দেখা যাচ্ছে।আর দাম সহনীয় থাকায় ক্রেতাদের বেশ আগ্রহ সহকারে লিচু কিনতে দেখা যাচ্ছে।

বাগআঁচড়া বাজারে লিচু বিক্রেতা আঃ গনি বলেন, হঠাৎ করে গত কয়েক দিনে প্রচন্ড গরম পড়ায় লিচুতে পাক ধরেছে বেশি। তাই বাজারে চাহিদার চেয়ে লিচু উঠেছে বেশি। প্রতি কেজি লিচু ১৫০-১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।আর প্রতি পিচ হিসাবে নিলে দাম পড়ছে ২-২.৫০টাকা।
তিনি আরো বলেন, বাজারে আাসা এ লিচুতে কোম ধরনের কেমিক্যাল নেই।মাত্রারিক্ত গরমের কারনে লিচু এমনি পেকে যাচ্ছে।মধুর মতো মিষ্টি আর এই লিচুতে মাংস বেশি, বিচি ছোট।

বাজারে রাজশাহী আর ঈশ্বরদীর বোম্বে লিচুর প্রধান্য বেশি।তাছাড়া এলাকার লিচুও আহরহ পাওয়া যাচ্ছে।তবে দিনাজপুর এবং রংপুরের বিখ্যাত চায়না-৩ লিচু এখনও বাজারে তেমন আসেনি।

লিচু কিনতে আসা জয়নাল আবেদীন জানান, বাজারে এলাকার লিচু সহ বাইরেট লিচুর আমদানী বেশী থাকলেও দাম তুলনামূলক ভাবে একটু বেশী। মৌসুমি ফল প্রথমে উঠেছে তাই দাম একটু বেশী হলেও পরিবার পরিজনদের আবদার মেটানোর জন্য কিনতে হচ্ছে।
সবমিলিয়ে এবারে লিচু বাজার বেশ জমে উঠেছে দেখা যাচ্ছে। পাশাপাশি ক্রেতারাও ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী লিচু কিনছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here