বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সানরাইজ পাবলিক স্কুলে এবার জেএসসি পরীক্ষায় সরকারী মেধা তালিকায় বৃত্তি পেয়েছে ১৬ জন। তার মধ্যে ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারনে ৮ জন। উপজেলায় ১২জন ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তদের মধ্যে ৮ জনই সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষার্থী।
গত জেএসসি‘র ফলাফলে সাফল্যর সাথে শতভাগ পাশ করেছিল এ স্কুলের শিক্ষার্থীরা। তাছাড়া জেএসসি পরীক্ষায় ৬৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছিল ৩৪ জন, এ গ্রেড পেয়েছে ২৯ জন, এ মাইনাস পেয়েছে ৫ জন এবং বি পেয়েছে ১ জন।
সানরাইজ পাবলিক স্কুলের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম জানান এ স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে এমন সাফল্য বয়ে আসছে।