শার্শা সীমান্তে ৬১ পিস স্বর্ণের বার সহ ৩ পাচারকারী আটক

0
29

আশানুর রহমান আশা, বেনাপোল সংবাদদাতা : খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) বিশেষ টহল দল শার্শা সীমান্তে ১৩ কেজি ১শ ৪৩ গ্রাম ওজনের ৬১ পিস স্বর্ন ও ১ টি মোটর সাইকেল সহ ৩ পাচারকারীকে আটক করেছে।
৪ মার্চ মংগলবার সন্ধার সময় শার্শার কায়বা সীমান্ত থেকে এসব স্বর্ন গুলো আটক করা হয়।

খুলনা বিজিবি (২১)ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদে জানতে পারি স্বর্নের একটি বড় চালান যশোরের শার্শার কায়বা সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে। সে মোতাবেক বিজিবি টহল দল অবস্থান নেন।পরে একটি মোটরসাইকেল যোগে ৩ ব্যক্তির আসতে দেখে তাদেরকে ধাওয়া করে মোটর সাইকেল সহ তাদের কে আটক করি।
আটককৃত মোটর সাইকেলের চ্যাসিজের মধ্যে বিশেষ লুকাইত স্বর্নগুলো উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হচ্ছেন,নড়াইলের আ; আলেক মোল্যার ছেলে জাহিদুর রহমান (৪৫),যশোরের বেনাপোল পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বিল্লাল হোসেন(২৩) ও নড়াইলের ইনসান কাজীর ছেলে রিত্তিক কাজী (২০)। আসামীরা এ সীমান্ত দিয়ে ওই স্বর্ণগুলো ভারতে পাচার করতে চেয়েছিল।
আটককৃত স্বর্নের আনুমানিক সিজার মূল্য ১১ কোটি ২০ লক্ষ ২৩ হাজার ৮ শ ৩৫ টাকা।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২৯ (ঊনত্রিশ) বারে ৩১ জন আসামীসহ সর্বমোট ৯৬ কেজি ০১৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৭৬,১১,১৯,৯৪৫/- (ছিয়াত্তর কোটি এগার লক্ষ ঊনিশ হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা।