শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে নড়াইলে শিক্ষকদের অনশন কর্মসূচি পালন

0
544
SONY DSC

নড়াইল প্রতিনিধি
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫% বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতার দাবিতে নড়াইলে অনশন কর্মসূচি পালন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে অনশন কর্মসূচি চলাকালে দাবি দাওয়া মেনে নেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতিরি সভাপতি বিএম শুকুর আলী, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, শিক্ষক নেতা নিমাই চন্দ্র পাল, মোঃ ফরিদ হোসেন, মোঃ ফেরদৌস হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ মিজানুর রহমান, শ্যামল কুমার সিংহ প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে থাকেন শিক্ষক সমাজ। বাবা মা সন্তানকে জন্ম দেন, আর শিক্ষকরা সেই সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলেন। শিক্ষকদের মানুষ গড়ার করিগর বলা হলেও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হযেছেন শিক্ষকরা। বক্তারা  শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন। অন্যাথায় ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আগামীতে কঠোর আন্দোলনের হুমকী দেয়া হয়।
এদিকে বেলা ২টার দিকে অনশনকারীদের শরবত খাইয়ে অনশন ভঙ্গ করান নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। এসময় শিক্ষকদের বিষয় নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। অনশন কর্মসূচিতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

SHARE
Previous articleউত্তর কোরিয়াকে চীনের ধমক!
Next articleকে এই ‘জঙ্গি’ আবু!
সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রকাশক-ফয়সাল ফারুকী অমি, প্রধান সম্পাদক - জাহিদ হাসান টুকন, নির্বাহী সম্পাদক-সাকিরুল কবীর রিটন বার্তা সম্পাদক-ডি এইচ দিলসান। নিউজ রুম ই-মেইল-magpienews24@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here