শিক্ষার্থীদের দিয়ে মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

0
335

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের দিয়ে মানবসেতুতে হাঁটা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী
স্কুল শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু রচনা করে তার ওপর দিয়ে হেঁটে যাওয়া চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এখতিয়ার বহির্ভূত আদালত থেকে নেওয়া জামিন বাতিল করে দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

গত ৩০ জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরদিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here