শিল্পোদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশকে স্বনির্ভর করার বিকল্প নেই-জেলা প্রশাসক

0
328

বিশেষ প্রতিনিধি : যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরে কাঙ্খিত উন্নতি সাধনে সরকারী বেসরকারী উদ্যোগ যৌথভাবে কাজ করছে। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। বেকারত্বের হার হ্রাস পাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বাড়ছে। বাড়ছে জীবন যাত্রার মান। এই অবস্থা অব্যাহত রাখতে প্রয়োজন নতুন নতুন উদ্যোক্তা তৈরী। চাকুরির পেছনে না ছুটে নিজেই চাকরিদাতা হতে হবে। আজকের এই উদ্যোগ তারই ধারাবাহিকতা। বিসিক যশোরের আজকের এই আয়োজনের মুল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বি হতে হবে, দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করতে হবে। মনে রাখতে হবে নিজের উন্নতি মানেই দেশের উন্নতি।
গতকাল ২৫ অক্টোবর বুধবার বিকেলে এমএআইটি যশোর ক্যাম্পাসে বিসিক যশোর কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বিসিক যশোরের উপ মহাব্যবস্থাপক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর কাস্টমসের সহকারী পরিচালক মোকাদ্দেস হোসেন,এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নূর ও প্রতিষ্ঠিত উদ্যোক্তা আশরাফুল ইসলাম বাবু।পরে জেলা প্রশাসক তিন দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণকারী ৫০ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here