শেষ ওভারে রুবেলের চমক, হ্যাটট্রিক মিস!

0
337

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠলেন পেসার রুবেল হোসেন। তবে ততক্ষণে বড্ড দেরী হয়ে গেছে।

বাংলাদেশের সামনে ৩৫৩ রানের পাহাড় দাঁড় করিয়ে ফেলেছে প্রোটিয়ারা।
৪৮তম ওভারের চতুর্থ বলে ফেরান বিধ্বংসী ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সকে। এরপর ৫০তম ওভারে এসে আবারও আঘাত হানেন তিনি। ওভারের চতুর্থ বলে এলবি ডব্লিউর ফাঁদে ফেলে ফেরান জে পি ডুমিনিকে। এর পরের বলেই প্রিটোরিয়াসকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করেন রুবেল। তবে শেষ বলে উইকেট পেলে হ্যাটট্রিক হওয়ার সম্ভাবনা ছিল। অবশ্য এর আগে হাশিম আমলাকে ফিরিয়েছেন এ বাংলাদেশি পেসার।

এদিকে ডি ভিলিয়ার্সের ১৭৮ ও হাশিম আমলার ৮৫ রানের উপর ভর করে সফরকারী বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। পার্লে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান করেছে স্বাগতিকরা।

অন্যদিকে দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরেই সেঞ্চুরি উদযাপন করলেন প্রোটিয়াদের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স। করেছেন ক্যারিয়ার সেরা ১৭৮ রান। এর আগে যেটা ছিল ১৭৩ রান। এটা তার ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। আর আমলা করেছেন ৮৫ রান। ডি-কক ৪৬, জেপি ডুমিনি ৩০।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। আর ২ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here