শোকাবহ আগস্টে নানা কর্মসূচি গ্রহণ আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছে যবিপ্রবি পরিবার

0
375

বিশেষ প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে । আজ থেকে কর্মসূচি শুরু হবে । আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এই কর্মসূচী শুভ সূচনা হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোকার্ত আগস্টের কর্মসূচি পালন সংক্রান্ত কমিটি গতকাল সোমবার এক সভার মাধ্যমে কর্মসূচি গ্রহণ করে। কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় আজ সকাল আট টায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা যাত্রা শুরু করবেন। সেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই সঙ্গে সেখানে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন শপথ বাক্য পাঠ করাবেন। এরপর কুরআনখানী শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবারের সব সদস্যরা কালো ব্যাজ ধারণ করবেন।মাসব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ আগস্টে ১৫ আগস্টের শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি; ১৫ আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন; বিকেলে দুস্থদের মাঝে খাবার বিতরণ, কুরআনখানী এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। ২১ আগস্ট সোমবার শোকাবহ ১৫ আগস্ট ও ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা স্মরণে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here