সকাল থেকে শাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, ক্লাস-পরীক্ষা বর্জন

0
628

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছে সহস্রাধিক শিক্ষার্থী।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে সকাল সাড়ে নয়টায় প্রধান ফটক অবরোধ করেন তারা।

কোটা সংস্কার না করা পর্যন্ত এবং মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না করলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করেছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here