সনদ জালিয়াতির অভিযোগে পাইকগাছায় গ্রাম পুলিশের বেতন ভাতা বন্ধ

0
470

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় অবশেষে জাতীয় পরিচয়পত্র ও অষ্টম শ্রেণীর সনদপত্র জালিয়াতির অভিযোগে এক গ্রাম পুলেশের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। জানা যায়, উপজেলার হিতামপুর গ্রামের বিমল বিশ্বাস ভুয়া আইডি কার্ড ও জাল শিক্ষাগত সনদপত্র দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছে। জানা গেছে, তার প্রকৃত জন্ম তারিখ ৩ আগস্ট ১৯৫৮ অনুযায়ী আইডি নং- ৪৭১৬৪৩৩১৫৫৭৯২। দুই মাস আগে তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় গোপালপুর ভোলনাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর জাল সনদপত্র তৈরী করে। যাতে জন্ম তারিখ দেখানো হয়েছে ২৫ জুন ১৯৬৯। এ সনদপত্র অনুযায়ী উপজেলা নির্বাচন অফিস থেকে নতুনভাবে আইডি নম্বর পরিবর্তন করেন। যার নং- ৫৫০৬২৯২১১৫৩। যা দিয়ে চাকরি করে যাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য়ালয় অভিযোগ হলে শুনানি কালে তার সনদপত্র জাল ও আইডি কার্ড ভুয়া বলে প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় তার বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিমল বিশ্বাস কোন সঠিক জবাব দিতে পারেনি। গোপালপুর ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২০ ডিসেম্বর ১৯৯৫ তারিখের সনদপত্রটি বিদ্যালয় থেকে দেয়া হয়নি এবং খাতা কলমে তার কোন নাম নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here