সবাইকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঙ্গবন্ধুর সহচর শাহ হাদিউজ্জামান-সর্বস্তরের শোক জ্ঞাপন

0
633

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদিউজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রবিবার গভীর রাতে তিনি বার্ধক্যজনিত রোগে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

জেলা পরিষদের ১৩ নং ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এর আগে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে রবিবার দেশে ফিরিয়ে এনে রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে হাদিউজ্জামান মারা যান।

মরহুম হাদিউজ্জামান বঙ্গবন্ধুর সহচর ও যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
মরহুমের মৃত্যুত্যে গবীর শোকও সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ম্যাগপাই নিউজের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। আরো বিবৃতি জানিয়েছেন ম্যাগপাই নিউজের বার্তা সম্পাদক ডি এইচ দিলসানসহ ম্যাগপাই পরিবার।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু জানান, হাদীউজ্জামানের মরদেহ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়িতে আনা হয়েছে। বাছ আছর তার নামাজে জানাজা পীরবাড়ি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বাবার কবরের পাশে সমাহিত করা হবে।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here