সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে -এমপি মনির

0
377

ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বাজেটেও সরকার কৃষিতে ভুর্তকি বাড়িয়েছে। তিনি আরো বলেন সার, ডিজেল, বিদ্যুতের জন্য কৃষককে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে আর লাশ হতে হয় না। আওয়ামীলীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কৃষকের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি গতকাল সকালে যশোরের ঝিকরগাছায় কৃষকের মাঝে ভূট্টা মাড়াই যন্ত্র ও কম্পোস্ট সেপারেটর বিতরণ কালে এ সব কথা বলেন। ২০১৬-২০১৭ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের অর্থায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত এই কৃষি যন্ত্রপাতি উপজেলার সিআইজির দুইটি গ্রুপের কৃষকের মাঝে বিতরণ করেন। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, সাবেক পিপি এ্যাড. আব্দুল কাদের আজাদ, উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাশ, আ’লীগ নেতা প্রভাষক শাহিন-উল-কবির প্রমূখ। পরে তিনি উপজেলা পরিষদে ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here