সরানো হচ্ছে খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের

0
360

খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড় ধসের আশঙ্কায় খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বসবাসকারীদের। বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণে জেলা সদরের বিভিন্ন স্থানে ব্যাপক পাহাড় ধস দেখা দেয়। পাহাড় ধসে বহু মানুষ হতাহতও হয়েছেন। এ কারণে শুক্রবার সকাল থেকে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

ধসের আশঙ্কায় পৌর শহরের শালবল গুচ্ছগ্রাম থেকে ইতিমধ্যে ২৫ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা ও পৌর প্রশাসন। শুক্রবার বিকেলে পরিবারগুলোকে স্থানীয় সরকারি ডরমেটরিতে আশ্রয় দেয়া হয়েছে।

পৌর মেয়র রফিকুল আলম জানান, পৌরসভার পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের খাবার, বিশুদ্ধ পানি এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া পৌর শহরে মাইকিং করে জনসাধারণকে পাহাড় ধসের আশঙ্কা থেকে সতর্ক করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here