সাজা ভোগ শেষে ভারতে থেকে দেশে ফিরলো বাংলাদেশী ৩ জন তরুনী

0
454

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : ভারতে পাচার হওয়ার ৫ বছর পর ১জন এবং ১৬ মাস পর ২ জন বাংলাদেশী তরুনী সাজা শেষে দেশে ফিরেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে বেনাপোল চেকপোষ্ট বিজিবির কাছে ভারতীয় পেট্রাপোল বিএসএফ তাদেরকে হস্তান্তর করে। এ সময় বিজিবি ও বিএসএফের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে ফেরত আসা বাংলাদেশী ৩ জন তরুনীরা হলো,কুমিল্লা সদরের আব্দুল মালেকের মেয়ে জেসমিন খাতুন (১৮), চাঁদপুর সদরের শাহতলী এলাকার মোস্তফা গাজির মেয়ে রুনা আক্তার (২০) ও ঠাকুরগাঁহ জেলার ছোটবালিয়া এলাকার আজহার আলীর মেয়ে ফাতিমা খাতুন (২৬)।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াহাব জানান, দেশে ফেরত আসা ৩ বাংলাদেশি তরুনী সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়ে কোলকাতা পুলিশের হাতে আটক হন। পরে তাদেরকে  পুলিশ জেলহাজতে পাঠায়।

সেখান থেকে ‘লিলুয়া হোম ’ নামের একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘স্বদেশ প্রত্যাবর্তনরে মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মহিলা আইনজীবি সমিতি তাদেরকে  গ্রহন করে অভিভাবকের কাছে তুলে দেবেন বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here