সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক এক যুবককে ফেরত দিলো বিএসএফ

0
451

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা : ভারতে আটক এক বাংলাদেশী যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। রোববার সকাল ৯ টার দিকে দুই দেশের সীমান্ত পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই যুবককে বিজিবির হাতে তুলে দেয়া হয়। ফেরত আসা যুবকের নাম সামছুদ্দীন আলী (৩৮)। সে নোয়াখালী জেলার কবিরহাট থানার সুন্দরপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
কলারোয়া উপজেলার মাদরা বিওপির সুবেদার ফিরোজ হাওলাদার জানান, গত শনিবার রাতে সামছুদ্দীন আলী ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্প এলাকায় ঘুরাফেরা করছিলেন। এ সময় ওই ক্যাম্পর টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে বিজিবির মাদরা ক্যাম্পে একটি পত্র প্রেরন করেন। এরই জেরে রোববার সকালে সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর নিকট অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাকে কলারোয়া থানায় সোর্পদ করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এবিষয়ে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here