সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

0
549

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৭ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার মন্ডল।
এ সময় তিনি বলেন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, ডা. বাপ্পিকবি শেখর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী উপ-পরিচালক মো. হারুর অর রশিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here