সাতক্ষীরায় সবুজ আন্দোলন’র প্রতিষ্ঠা বার্ষিকীতে- জেলা প্রশাসক এ.কে.এম মহিউদ্দিন

0
487

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ আন্দোলন জেলায় অগ্রণী ভুমিকা রাখছে

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : ‘সবার জন্য পরিবেশ গড়বো মোরা সবুজ দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবুজ আন্দোলন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সবুজ আন্দোলন কমিটির সভাপতি মহসীন হোসেন বাবলু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, ‘সম্মিলিতভাবে সবুজ বিপ্লব ঘটাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবুজ আন্দোলন জেলায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। তারা ইতিমধ্যে বনবিভাগের সহায়তায় সবুজ আন্দোলন মাটির রাস্তা গুলোতে গাছ লাগানোর পদক্ষেপ নিয়েছে আশাশুনি উপজেলায় ৮ কিঃ মিটার, তালা উপজেলায় ৭ কিঃ মিটার, দেবহাটা উপজেলায় ৭ কিঃ মিটার, পাটকেলঘাটায় ৬ কিঃ মিটার ও কালিগঞ্জ উপজেলায় ৮ কিঃ মিটার। এ জন্য সবুজ আন্দোলনকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন, শহরের পরিবেশ ঠিক রাখতে প্রাণ সায়ের বাঁচাও কমিটি গঠন করা হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে প্রাণ সায়ের খালকে রক্ষা করা হবে। খুব শীঘ্রই জেলার যানজট ও পরিবেশ ঠিক রাখতে ইঞ্জিন ভ্যান বন্ধ করে শহরে ফোর হুইলার নামানো হচ্ছে। সদর হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঐ এলাকায় নার্সারী তৈরী করতে সিদ্ধান্ত নেওয়া দরকার। পরিকল্পিতভাবে সবুজ বনায়ন সৃষ্টি করতে হবে’।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মো. আবুল কালাম বাবলা, ফরেষ্ট অফিসার জি.এম মারুফ বিল্লাহ, জিয়া উদ্দিন আহমেদ, সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক মো. শাহ-আলম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পি.এন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মাজেদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ তহিদুর রহমান ডাবলু ও জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. আল- হাবিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here