সাভারে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

0
387

সাভার প্রতিনিধি : সাভারে গ্রেপ্তারের পর সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ার পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, শুক্রবার ভোরে বিরুলিয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নামে প্রায় দুই ডজন মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

নিহত মুক্তার হোসেন মুক্তি (৪৫) সাভার পৌর এলাকার ছোট বলিমেহের মহল্লার আখতার হোসেনের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি কামরুজ্জামান বলেন, “মজিদপুর এলাকার অস্ত্রধারী মাদক সম্রাট মুক্তারকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।

“তাকে সঙ্গে নিয়ে শুক্রবার ভোরে বিরুলিয়া এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুক্তার হোসেন। ”

অভিযানকালে দুই পুলিশ সদস্য আহত হয় বলে তিনি জানান। আর পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে জানিয়ে ওসি কামরুজ্জামান বলেন, সাভার থানায় মুক্তারের বিরুদ্ধে নারী পাচার, মাদকদ্রব্য, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে প্রায় দুই ডজন মামলা রয়েছে, যার অধিকাংশ বিচারাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here