সিংড়ায় বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ

0
601

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে বগুড়া সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন নাটোরসহ উত্তর ও দক্ষিণ জেলার বাস মালিকরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়েছে।

নাটোর বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, সিংড়া উপজেলায় অবৈধভাবে নাটোর জেলা মোটর মালিক সমিতির নামে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদাবাজি বন্ধে দীর্ঘদিন ধরে নাটোরসহ দক্ষিণ ও উত্তর জেলার বাস মালিকরা দাবি জানিয়ে আসছে। কিন্তু চাঁদাবাজি বন্ধ না হওয়ায় আজ সকাল থেকে নাটোর-বগুড়া সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ জেলা এবং রাজশাহী-পাবনায় চলাচলকারী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা।

নাটোর বাস মালিক সমিতির অফিস সহকারী আসাদুজ্জামান টুটুল এই ধর্মঘটের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে আচমকা ওই ধর্মঘটের কারণে নাটোর হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়াসহ উত্তর ও বরিশাল-খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here