সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিন অরন্যে কাঁকড়া ধরার সময় ৪০ কেজি কাকড়াসহ ৫ টি নৌকা জব্দ

0
457

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে অভয়ারন্য এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার সময় ৪০ কেজি কাঁকড়াসহ ৫ টি নৌকা জব্দ করেছে বনবিভাগের স্পেশাল টিমের সদস্যরা। রোববার বেলা সাড়ে ১১ টা থেকে ২ ঘন্টা ব্যাপি অভিযানে সুন্দরবনে পুষ্পকাটি, চুনানদী, মীরগাং ও টেংরাখালী নদীতে পৃথক পৃথক অভিযানে সেগুলি জব্দ করা হয়। তবে, স্পেশাল টিমের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত অন্যত্র সটকে পড়ায় তাদের কাউকে আটক করতে সক্ষম হননি তারা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় ৪০ কেজি কাঁকড়া সহ ৫ টি নৌকা জব্দ করা হয়। কাঁকড়া গুলো পরে নদীতে অবমুক্ত করা হয়। তিনি আরো জানান, প্রকৃত জেলেদের সনাক্তের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here