সেনানিবাস এলাকায় মাতলামি, ভিক্ষাবৃত্তি, মলমূত্র ত্যাগ বা জুয়া খেললে ২০ হাজার টাকা জরিমানা

0
511

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি সেনানিবাস এলাকায় রাস্তাঘাটে মাতলামি, ভিক্ষাবৃত্তি, মলমূত্র ত্যাগ বা জুয়া খেলার মতো অপরাধের শাস্তি হিসেবে ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘সেনানিবাস আইন- ২০১৭’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, ১৯২৪ সালের ‘ক্যান্টনমেন্টস অ্যাক্টকে’ পুনর্বিন্যস্ত করে নতুন এই আইন করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগের আইনের ২৯২টি ধারা থেকে কিছু বাদ দিয়ে এবং নতুন কিছু সংযোজন করে খসড়ায় মোট ২১৮টি ধারা রাখা হয়েছে। বিভিন্ন অপরাধের জন্য জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে ২০ হাজার ‍গুণ পর্যন্ত।

তিনি বলেন, ‘৯০ বছর আগে যেসব জরিমানা নির্ধারণ করা ছিল সেগুলোর পরিমাণ বাড়ানো হয়েছে। ৪৩টি বিষয়ে আর্থিক জরিমানার বিধান বাড়ানো হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা এক ধরনের পৌর ব্যবস্থাপনার মত। অর্থাৎ পৌরসভা যেভাবে তাদের এলাকা ম্যানেজ করে, এটাও সেভাবে ম্যানেজ করবে। বোর্ডের কার্যক্রম কেমন হবে তা এই আইনে বলা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here