অনলাইন ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। ইতোমধ্যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
কুলেবা লিখেছেন, ‘সেন্ট্রাল ফ্রিডম স্কয়ার এবং খারকিভের আবাসিক জেলাগুলোতে রাশিয়ার বর্বর ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পুতিন ইউক্রেনকে দমাতে পারছেন না। তিনি ক্রোধ থেকে আরও যুদ্ধাপরাধ করছেন, নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করছেন। বিশ্ব আরও করতে পারে এবং করতে হবে। চাপ বাড়ান, রাশিয়াকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন!’
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। রাশিয়া শহরের বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে সোমবার রাতে অভিযোগ করেছিলেন তিনি।