সোনিকার মৃত্যুর জন্য অভিনেতা বিক্রমের ‘ক্যালাসনেস’কে দায়ী করছে ঋতাভরী

0
519

জলসা ডেক্স : মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর বিচার চেয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া৷ ফেসবুক পেজে ‘জাস্টিস ফর সোনিকা’ নামের একটি পেজও খোলা হয়েছে৷ লাইক, শেয়ার, কমেন্ট উপচে পড়েছে সেই পেজটিতে৷ ওই পেজে সরাসরি কোনও মন্তব্য না করলেও টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও চান ন্যায়বিচার পাক সোনিকা৷
ঋতাভরী বলেন, ‘এই ঘটনায় ব্যক্তিগতভাবে আমি খুব দুঃখ পেয়েছি৷ সোনিকার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিল না৷ অনেক অনুষ্ঠানে দেখা হত ওর সঙ্গে৷ তবে সাহেবের (সাহেব ভট্টাচার্য, সোনিকার ঘনিষ্ঠ বন্ধু) সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল৷ আপাতদৃষ্টিতে এটা একটা দুর্ঘটনা তবে এই দুর্ঘটনা কারও ক্যালাসনেস, কেয়ারলেসনেস, ইরেসপন্সিবিলিটির জন্য ঘটেছে৷ সত্যিটা সত্যিটা তদন্তে উঠে আসবে৷ সোনিকা শ্যুড গেট জাস্টিস’৷

২৯ এপ্রিল ভোর রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সোনিকার৷ সেই গাড়ির চালকের আসনে ছিলেন বিক্রম৷ সোনিকার মৃ্ত্যুর বিচার চেয়ে যে ফেসবুক পেজটি খোলা হয়েছে সেখানে একাধিক পোস্টে দাবি করা হয়েছে বিক্রম ওই রাতে মদ্যপান করেছিলেন৷ শনিবার প্রথম ফাঁস করা হয় যে, ঘটনার রাতে আকন্ঠ মদ্যপান করেছিলেন বিক্রম৷ শুধু তাই নয়, সেই রাতে একাধিক মহিলার সঙ্গে তাঁকে কলকাতা শহরের তিনটি নাইট ক্লাবে দেখা গিয়েছিল বিক্রমকে৷ রবিবার একটি বেসরকারি ইংরাজি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে নীল শার্ট পরে বিক্রম খোশমেজাজে মিউজিকের সঙ্গে পা মেলাচ্ছেন৷ তার হাতে গাঢ রঙিন পানীয়ের গ্লাস৷ সূত্রের খবর, যদিও বিক্রমের দাবি, ওই রাতে সে মদ্যপান করেননি৷ গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়েই কাটাছেঁড়া শুরু হয়েছে৷ শুধু তাই নয়, টলিউড তারকাদের জীবনযাপনের ধরন নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে৷

এবিষয়ে ঋতাভরী বলেন, ‘আমি ড্রিঙ্কও করি না আর পার্টিতেও যাই না৷ কোনও উশৃঙ্খল জীবনযাপনে আমি অভ্যস্ত নই৷ তবে যাঁরা নাইটক্লাবে গিয়ে ড্রিঙ্ক করেন তারা খারাপ আমি সেটাও বলছি না৷ এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার৷ তবে সবকিছুরই একটা লিমিট আছে৷ শুধু তারকাদের ক্ষেত্রে নয়, প্রত্যেক মানুষেরই সেন্সেবল, রেসপন্সবল হওয়া উচিত৷ তাহলে এই ছোট ভুলের খেসারত কাউকে দিতে হয় না’৷

এই ঘটনার পর টলিউডের উপর কি কোনও নেতিবাচক প্রভাব পড়বে? সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে ঋতাভরীর জবাব, হিট অ্যান্ড রান কেসে ফেঁসে যদি সলমান খান ৩০০ কোটি টাকার ছবিতে কাজ করতে পারেন তাহলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রির প্রতি কোনও প্রভাব পড়বে না৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here