সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

0
387
সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সংগৃহীত ছবি।

ম্যাগপাই নিউজ ডেস্ক: সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ভোরের আলো ফোটার আগেই দলবেধে ঈদের জামাতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।

রিয়াদে ঈদের প্রধান জামাত ধীরাস্থ জাতীয় মসজিদে সকাল ৫টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সৌদি গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেইখ। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করা হয়।

জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখ। নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ফজরের নামাজ আদায়ের পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরেই জিকিরে মগ্ন থাকেন।

এদিকে, ঈদুল ফিতর উদযাপনের সময় যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।

ঈদের নামাজে বাংলাদেশিদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। প্রবাসী বাংলাদেশিরা নামাজ আদায় করে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here