স্ত্রীর হত্যার দায়ে যশোরে স্বামীর মৃত্যুদন্ড

0
358

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে কৃষ্ণপদ সরকার নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছেন যশোরে একটি আদালত। সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে এই সাজা দেন।
সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, যশোরের কেশবপুর উপজেলার নারায়ণপুর এলাকার শান্তিরাম সরকারের ছেলে কৃষ্ণপদ সরকার ওরফে কেষ্ট ২০০৩ সালের পহেলা এপ্রিল তার স্ত্রী আন্না সরকারকে যৌতুকের কারণে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন।
এ ঘটনায় নিহতের ভাই একই জেলার শার্শা উপজেলার ভবারবেড় এলাকার জ্যোতিষচন্দ্র রায় বাদী হয়ে ৩ মে কেশবপুর থানায় একটি মামলা (মামলা নম্বর ৩/০৩.০৫.২০০৩) করেন। মামলায় কৃষ্ণপদ, তার মা করুণা কর্মকার এবং ভূপতি কর্মকারের ছেলে পঞ্চানন কর্মকারকে আসামি করা হয়।
সাক্ষ্য-প্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় কৃষ্ণপদকে মৃত্যুদ-াদেশ ও এক লাখ টাকা জরিমানা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে। দোষ প্রমাণ না হওয়ায় করুণা সরকার ও পঞ্চানন সরকারকে বেকসুর খালাস দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত কৃষ্ণপদ সরকার পলাতক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here