সড়ক দূর্ঘটনায় কেশবপুরের যুবলীগনেতাসহ নিহত-২, ওসিসহ আহত-৩ ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

0
615

উৎপল দে,ভ্রাম্যমাণ প্রতিনিধি  : কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এস এম সোহেল রানা-সহ দুইজন খুলনার আড়ংঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন-সহ ৩ জন মারাতœক আহত হয়েছেন।
জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে খুলনার আড়ংঘাটায় ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে যুবলীগনেতা সোহেল রানা (৩৩) ও প্রাইভেট কারের ড্রাইভার রফিকুল ইসলাম (২৮) ঘটনাস্থলে নিহত হয়। প্রাইভেট কারে থাকা কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন (৫৩), পিএসআই আলামীন (২৭) ও কেশবপুরের রাসেল রানা (২৮) আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে ঐ রাতেই ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, তাঁর একান্ত সচীব মঞ্জুর হাফিজ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান বুধবার সকালে গৌরীঘোনায় সোহেলদের বাড়ি গৌরীঘোনায় যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বেলা সাড়ে ১১ টায় দিকে গৌরীঘোনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোহেল রানার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পূর্বে সোহেল রানার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাংবাদিক এস আর সাঈদ, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, সোহেল রানার বড় ভাই মাসুদুর রহমান প্রমুখ।
এদিকে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানার মৃত্যুতে উপজেলা যুবলীগ ২ দিনের শোক ঘোষণা করেছেন এবং শনিবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
এদিকে সড়ক দূর্ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানার মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হোসাইন মোহাম্মদ ইসলাম, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু-সহ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here