২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

0
227

অনলাইন ডেস্ক : ২০৩১ সালের অক্টোবর/নভেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ মঙ্গলবার ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত বিভিন্ন ইভেন্টের আয়োজক দেশের তালিকা প্রকাশ করা হয়েছে আইসিসির ওয়েবসাইটে।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। আর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বাংলাদেশ।