২১ বছর বয়সেই আয়েশার হাতে যুদ্ধবিমান

0
390

ম্যাগপাই নিউজ ডেক্স : ভারতের কনিষ্ঠতম বিমান চালকের শিরোপা নিয়ে খবরের শিরোনামে এসেছেন আয়েশা আজিজ। মাত্র ২১ বছরের কাশ্মীরি কন্যার হাতে এখন মিগ-২৯ জেট বিমান। শুধু তাই নয়, ভারতের প্রথম মহিলা হিসাবে এ বিমানের ‘স্টিয়ারিং’ ধরবেন তিনি।

আয়েশা আজিজ ছোট থেকেই স্বপ্ন দেখতেন ককপিটে বসবেন। বিমানের নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতে। প্রথাগত পড়াশোনা শেষ হতেই তাই যোগ দেন বম্বে ফ্লাইং ক্লাবে। মাত্র ১৬ বছর বয়সেই হাতে পান স্টুডেন্ট পাইলট লাইসেন্স। ২০১২ সালে দু’মাসের অ্যাডভান্সড স্পেস ট্রেনিং কোর্স করতে নাসা-তেও পাড়ি দিয়েছিলেন কাশ্মীরের বারামুলা জেলার এই মেয়ে। সম্প্রতি ভারতের কনিষ্ঠতম পাইলট হিসাবে কর্মাশিয়াল লাইসেন্সও পেয়েছেন আয়েশা। ফেসবুকে পোস্টও করেছেন সেই ছবি।

এ ব্যাপারে আয়েশা আজিজ বললেন, শব্দের চেয়েও দ্রুত গতিতে মহাকাশের এক্কেবারে ধারে চলে যেতে চাই আমি। মিগ ২৯-ই আমার পরবর্তী এক্সপিডিশন।

স্বপ্ন পূরণের লক্ষ্যে ইতিমধ্যে রাশিয়ান যুদ্ধ বিমান মিগ-২৯ চালানোর জন্য রুশ এজেন্সির সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছেন আয়েশা। এখন অপেক্ষা সেই শুভ দিনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here