২৩ মার্চ যশোর সরকারি এম এম কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠান

0
793

ডি এইচ দিলসান : যশোর সরকারি এমএম কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৩ মার্চ দিনব্যাপি কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য এ উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে কলেজ অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান এ উৎসব আয়োজনের প্রস্তুতি সম্পর্কে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রফেসর মিজানুর রহমান জানান, ১৯৪১ সালে প্রতিষ্ঠার পর এ অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যশোর সরকারি এমএম কলেজ পথচলার ৭৫ বছর পার করেছে। এর আগে রজতজয়ন্তী, সূবর্ণ জয়ন্তী উদযাপনের সুযোগ থাকলেও ইতোপূর্বে তা সম্ভব হয়নি।

উৎসবের দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শোভাযাত্রা শেষে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। এরপর মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান আরো জানান, এ উৎসবে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ মার্চ পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক হাজার টাকা এবং পরিবারের সদস্যদের জন্য ৫শ’ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

কলেজের প্রেরণ শাখা এবং mmchirakjoyanti.info তে রেজিস্ট্রেশন করা যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, শিক্ষক পরিষদের সম্পাদক এআইএম শরীফ হোসেন, য্গ্মু সম্পাদক আব্দুল্লাহ হেল জাকারিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here