৬ দফা দাবিতে বেনাপোল ছাত্রসমাজ ঐক্য ফেডারেশনর মানববন্ধন বৃহস্পতিবার

0
440

সংবাদ বিজ্ঞপ্তি: বেনাপোলে বাস ও ট্রেনে শিক্ষার্থীদের জন্য ৬দফা দাবিতে ছাত্রসমাজ ঐক্য ফেডারেশন, বেনাপোল এর আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বেনাপোল বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।
প্রতিদিন হাজারো শিক্ষার্থী বেনাপোল-যশোর-খুলনা রুটে বাসে/ট্রেনে যাতায়াত করে থাকে এবং সামান্য অর্থের কারণে নানা ধরনের খারাপ আচারন তাদেরকে প্রতিনিয়ত বরণ করে নিতে হচ্ছে।
দেশের বর্তমান সম্পদগুলো ছাত্র সমাজ পর্যায় হতে উঠে এসেছে। কিন্তু আজ এই ছাত্ররাই অবহেলিত।

ছাত্র সমাজের পক্ষে ৬ দফা প্রস্তাবের দাবি উপস্হাপন করা হয়েছে।দাবীগুলোর মধ্যে রয়েছেঃ
১. খুলনা-বেনাপোল ট্রেনে ছাত্রদেরকে লাঞ্চিত করায় অভিযুক্ত টিটিকে অপসারণ ও শাস্তি প্রদান।
২. যশোর-বেনাপোল রুটে বাসে ও ট্রেনে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদানে অর্ধেক/নির্ধারিত ভাড়া গ্রহন।
৩. যশোর-বেনাপোল সড়কে লোকাল বাসে নারীদের নির্ধারিত আসনের সুব্যবস্থা করা হউক।
৪. ”বিনা টিকেটে রেল ভ্রমণ দন্ডনীয় অপরাধ” আইনের বিধান কার্যকর রেখে (শিক্ষার্থী ব্যতিত) সকলের জন্য একই আইন (রেলওয়ে আইন-১৯৮০) যথাযোগ্য বলবৎ হউক।
৫. রেলওয়েতে চোরাকারবারিদের দাপট ও অবৈধ্য মালামাল বহন বন্ধ করে যাত্রীসেবার মান নিশ্চিত করা হউক।
৬. ট্রেনে জরিমানার নামে অবৈধ্য অর্থ আত্মসাৎ বন্ধ হউক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here