৭ই মার্চের ভাষন ওয়ার্ল্ড ডকুমেন্টরি হেরিটেজ স্বীকৃতি লাভে বাঘারপাড়ায় উৎসবমূখর পরিবেশে বিশাল আনন্দ শোভাযাত্রা

0
793

অনুপম দে,বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ওয়ার্ল্ড ডকুমেন্টরি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি লাভের অসামাণ্য অর্জনে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসব মুখোর পরিবেশে বিশাল এক আনন্দ শোভাযাত্রা বের হয় । জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে বাঘারপাড়া এলাকার প্রায় ৩কি:মি: রাস্তা জুড়ে আনন্দ শোভাযাত্রা বের হয় । উপজেলা প্রশাসনের র্কমকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,র্কমকর্তা-কর্মচারীবৃন্দ ,ছাত্রছাত্রীরা অংশ নেয়।এ র‌্যালী শেষে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা: শাহানাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে- যশোর ৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় বলেন “র্সবকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর কালজয়ী ৭ই মাচের্র ঐতিহাসিক ভাষন ওয়ার্ল্ড ডকুমেন্টরি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি লাভ অসামাণ্য অর্জন স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় আরেকবার লিপিবদ্ধ হলো । এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ এক নব দিগন্তের সূচনা করলো। বিশ্বের মানচিত্রে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন স্বত্ত্বা। ” এ সময় বিশেষ অতিথির বক্তব্য মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসর্কোস ময়দানে) স্বাধীনতাকামী ৭কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছিলেন । “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম” ভাষনের মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধুর সেই কালজয়ী বক্তব্য ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকেভা মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি অর্জন করলো ।এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাছান আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা সদর উদ্দীন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here