অজ্ঞান পার্টি কবলে কুষ্টিয়ার চার গরু ব্যবসায়ী যশোর হাসপাতালে

0
419

বিশেষ প্রতিনিধি : এবার অজ্ঞান পার্টি কবলে পড়ে চার গরু ব্যবসায়ী সর্বস্ব্য খুইয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা হচ্ছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে ইউনুছ মোল্যা (৫০),একই উপজেলার কচুয়া গ্রামের শাহাজ উদ্দিনের ছেলৈ টিক্কা (৪৫) ও নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ হানেফ (৪৫)। রোববার রাতে এরা ট্রেনের ভিতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জিআরপি ফাঁড়ি পুলিশের সহায়তায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্ত ব্যক্তিদের পরিবার,হাসপাতাল ও জিআরপি ফাঁড়ি পুলিশ জানায়,রোববার রাত ১ টায় উল্লেখিত চার গরু ব্যবসায়ী কুষ্টিয়ার মিরপুর রেলষ্টেশন থেকে রকেট ট্রেন যোগে যশোরে আসছিলেন। ট্রেনের মধ্যে তাদেরকে অপরিচিত ব্যক্তিদের কবলে পড়লে তারা অচেতন হয়ে পড়ে। এই সুযোগে তাদের কাছে থাকা অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দেয় অজ্ঞান পার্টির সদস্যরা। অজ্ঞান অবস্থায় তারা ট্রেনের বগির মধ্যে পড়ে থাকলে যশোর জিআরপি ফাঁড়ির পুলিশ সদস্যরা ভোর ৬ টায় খবর পেয়ে তাদেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। এদের মধ্যে ইউনুছ ও শহিদুলের জ্ঞান ফিরলে তাদের তাদের কাছ থেকে এ সব তথ্য পাওয়া যায়।