অভয়নগরে আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৪৯০ মেট্রিক টণ

0
299

অভয়নগর(যশোর) প্রতিনিধি : অভয়নগর আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৪৯০ মেট্রিক টণ। ধান ও চাল সংগ্রহ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার মন্ডল প্রমুখ। আলোচনা সভার পূর্বে ধান ও চাল সংগ্রহ অভিযানের ফিতা কেটে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান।
খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম জানান, চলতি মৌসুমে ৪৫৩ মেট্রিক টণ আমন ধান ২৭ টাকা কেজি দরে ক্রয় করা হবে। যার প্রতি মন এক হাজার ৮০ টাকা। একজন কৃষক সব্বোর্চ ৩ মেট্রিক টণ ধান বিক্রি করতে পারবেন। এছাড়া ৩ হাজার ৩৭ মেট্রিক টণ চাল ৪০ টাকা কেজি দরে ক্রয় করা হবে। যা মিল মালিকরা সরবরাহ করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ সাল পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।