অভয়নগরে এবছরেও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ফারুক আহমেদ

0
279

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ এবছরেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২-এ তিনি মাধ্যমিক স্কুল বিভাগে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। উপজেলা প্রশাসন বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে জাতীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা, নওয়াপাড়া প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। প্রকাশ থাকে যে, তিনি ইতোপূর্বে ২০০৯ ও ২০১০ সালে বেসরকারিভাবে এবং ২০১৯সালে সরকারিভাবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাকতা পেশায় তিনি শিক্ষাবোর্ডের পরীক্ষক, প্রধান পরীক্ষক, প্রশ্নপত্র তৈরী, মডারেটর ও বহিরাগত পরীক্ষকের দায়িত্ব পালনসহ কম্পিউটার শিক্ষা বিষয়ের মাস্টার ট্রেইনার ছিলেন।