অভয়নগরে কৃষকের মাঝে মুগ ফসলের বীজ ও সার বিতরণ

0
226

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির আওতায় মুগ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বীজ ও সার বিতরণ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কমকর্তা মাসুদ করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সাব রেজিস্টার অজয় কুমার, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার তাওহীদ আল ওসামা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। কৃষি অফিস সূত্র জানান, কৃষকপ্রতি ৫ কেজি মুগ ফসলের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার মোট ৩০ জনের মাঝে বিতরণ করা হবে।