অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোভাবে গিয়ে বাস পড়ল খাদে ঃ ২০যাত্রী আহত

0
137

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টোভাবে খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ১০-১৫জন। বৃহস্পতিবার (২ জুন) সকালে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকার রোমান জুট মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে জ্যোতি স্পেশাল গড়াই পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি যশোর-খুলনা মহাসড়কের রোমান জুট মিল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মহাসড়কের খাদে গিয়ে পড়ে। এসময় বাসে থাকা ৪০-৫০ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ২০-২২ জন যাত্রী আহত হন। দূর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর আহত ফারুকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক টিটব সিকদার জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার এক দল। বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, সকালের বাস দূর্ঘটনায় আহত ১৫-১৬জন যাত্রীকে হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম বলেন, ইতোমধ্যে সড়ক দূর্ঘটনায় আমরা বাসের ভেতরে থাকা যাত্রীসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাছাড়া বাসটিকে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।