অভয়নগরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত

0
206

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতারে সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কফিল, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নিবার্হী সদস্য রবিউল ইসলাম, সদস্য ডিআর আনিস। এছাড়াও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কানুনগো ,সার্ভেয়ার অফিস সহকারীসহ ইউনিয়নের নায়েবগন ও উপজেলার অন্যান্য ভূমি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়। হত দ্ররিদ্রদের মাঝে জমিসহ গৃহায়ন দিয়ে ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা অনুষ্ঠান শেষে সেই জমির মালিকানাসহ দলিল, অন্যান্য কাগজপত্র বিনা খরচে ৭ টি পরিবারের মাঝে প্রধান অতিথি তাদের হাত তুলে দেন। এবং যশোর জেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ অভয়নগরের শ্রেষ্ঠত্ব অজর্নে তিন জনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।