অভয়নগরে ভৈরব নদে জাহাজের শ্রমিক হ্যাজে পরে মৃত্যু

0
167

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদ সংলগ্ন পীরবাড়ী শাহ্ জোনায়েদ’র ঘাটে জাহাজ শ্রমিক সুজন ফকির (৩০) হ্যাজে ভিতরে পরে মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জুন) আনুমানিক সন্ধ্যা ৭টার সময় পীরবাড়ী শাহ্ জোনায়েদ’র ঘাটে এম ভি সামির সাইমুন কার্গো জাহাজে। মৃত্যু সুজন ফকির ঝালকাঠি জেলার রাজাপুর পুটিয়াখালি গ্রামের সোরাব ফকিরের ছেলে। মৃত্যু সুজনের ভগ্নিপতি আব্দুল মান্নান হওয়ালাদার এম ভি সামির সাইমুন কার্গো জাহাজের ড্রাইভার, তিনি জানান, সুজন ফকির আমার শালক। তিনি এ জাহাজের কর্মরত (লস্কর) শ্রমিক ছিলেন। বুধবার সন্ধ্যায় জাহাজের মাল (সিমেন্ট) আনলোড শেষে জাহাজের হ্যাজ (মালামাল রাখা স্থান) ঢাকতে যায়। এ সময় জাহাজের হ্যাজের হলকা লাগাতে গিয়ে পা পিছলে হ্যজের মধ্যে পরে যায়। গুরুত্বর আহত আবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এসময় তার মাথা, নাখ ও কান রক্তাত্ব ছিল। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাজনিন নিগার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। তিনি বলেন, মাথায় আঘাত গুরুত্বও হওয়ায় অতিমাত্রায় রক্ত খরনের জন্য সুজন ফকিরের মৃত্যু হয়েছে। এ বিষয় নৌ-পুলিশ ফাড়ির এস আই দিদার হোসেন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মৃত্যু সুজন ফকিরের লাশের শুরাতল রিপোর্ট করি। এ সময় উপস্থিত সুজন ফকিরের অভিবাবক ও জাহাজ সংশ্লিষ্ট কারো কোন আভিযোগ ওজর আপত্তি না থাকায় তারা লাশ দাফনের জন্য লিখিত আবেদন করেন। তাদের লিখিত আবেদনে লাশ দাফনের জন্য তাদের অভিবাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে ।