অভয়নগরে শীতার্তদের জন্য মানবেতর দেয়াল উদ্বোধন

0
84

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরের শিল্প শহর নওয়াপাড়ার ক্লিনিকপাড়ায় শীতার্তদের জন্য উদ্বোধন করা হয়েছে “মানবেতর দেয়াল”।  সোমবার বিকালে নওয়াপাড়া শহরের ক্লিনিকপাড়ায় শিক্ষক এসএম ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবেতর দেয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইল জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক শহিদ হাসান মিস্টার, আবু সাঈদ গাজী, উপজেলা নির্বাহী অফিসারের সিএ সিধু বিশ্বাস, ক্লিনিক ম্যানেজার মো. হারুন অর রশীদ, সাংবাদিক তারিম আহমেদ ইমন, স্বজন সাইফুল ইসলাম, অরুন কুমার সিংহ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। তীব্র শীতের মধ্যে গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের জন্য খোলা হয়েছে “মানবতার দেয়াল”। দেয়ালে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরণের কাপড়-চোপড়। এলাকাবাসীর জন্য মানবতার দেয়ালটি উন্মুক্ত করা হয়েছে। দেয়ালের প্রতিপাদ্য বিষয় হিসেবে “আপনি আপনার বাসার অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড় হত দরিদ্রদের জন্য দান করুন”। মানবতার দেয়াল থেকে হত দরিদ্র জনগোষ্ঠী নিজ প্রয়োজনে একটি পোশাক নিতে পারবেন। মানবেতর দেয়াল উদ্বোধনের পর পরই প্রায় ৫০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।