অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আশ্রয়ণ-২ প্রকল্প হাতে নিয়েছে প্রধানমন্ত্রী ঝাঁপা ইউনিয়নে ১০৩টি ঘর নির্মাণের কাজ চলছে

0
543

উওম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে আশ্রয়ণ-২ প্রকল্পে ‘জমি আছে, ঘর নাই’ তার নিজ জমিতে গৃহ নির্মাণ, উপ-খাতের আওতায় প্রাথমিকভাবে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ১০৩টি অসহায় দরিদ্র পরিবারকে এক কোটি তিন লক্ষ টাকা ব্যয়ে টয়লেটসহ একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে৷ এঘর নির্মাণে ব্যবহৃত হচ্ছে টিন, সিমেন্টের খুঁটি, কাঠ ও ইট৷
উপজেলা পিআইও অফিস বলছে, যাদের এক থেকে দশ শতক জমি আছে, কিন্তু ঘর নেই৷ বা ঘর থাকলেও তা বসবাসের অনুপযোগী এমন দুস্থ ও অসহায় প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে ব্যয়ে একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হবে৷ এপ্রকল্পের আওতায় ঝাঁপা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১০৩টি ঘর তৈরির কাজ চলছে৷ আর একাজের নিয়মিত দেখভাল করছেন অত্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান সামছুল হক মন্টু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক৷
সরেজমিনে ঝাঁপা ইউনিয়নের এপ্রকল্পের উপকারভোগী জোঁকা গ্রামের প্রতিবন্ধী জাহানারা (৪৫), দীঘিরপাড় গ্রামের আব্দুর রশিদ (৬০) ও ষোলখাদা গ্রামের নূরজাহান (৫০) জানান, সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘জমি আছে, ঘর নাই’ এপ্রকল্পে একটি ঘর ও একটি স্বাস্থ্যসম্মত পায়খানা পেয়ে আমরা বেজায় খুশি এবং আনন্দিত৷
এবিষয়ে ঝাঁপা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা মানুষের মুখে হাসি দেখতে ভালোবাসেন৷ তাই দেশের অসহায় মানুষের পাশে রয়েছেন তিনি৷ এজন্য আমি নিজে ঘরগুলোর নির্মাণ কাজ তদারকি করছি৷
মণিরামপুর উপজেলার এআশ্রয়ণ-২ প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক বলেন, ঘর নির্মাণের কাজ প্রায় শেষের দিকে৷ আশা করছি দ্রুত সময়ের মধ্যে শেষ হবে৷
একাজে কোনো অনিয়ম হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ঘর নির্মাণ কাজে কোনো অনিয়মের অভিযোগ আমার কাছে নেই৷ আমি নিজে নিয়মিত তদারকি করছি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here