অস্ট্রেলিয়াকে হারাতে আমরা আত্মবিশ্বাসী

0
278

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ কঠিন ম্যাচ। অথচ টনটন থেকে নটিংহ্যামে এসে মাত্র একদিন অনুশীলন করার সময় পেয়েছেন ক্রিকেটাররা। তারপরও গতকাল ছিল টাইগারদের ঐচ্ছিক অনুশীলন। ইচ্ছা করলে যে কেউ হোটেলে বসেও কাটাতে পারতেন। তবুও সবাই অনুশীলন করেছেন। মাশরাফি বলেন, ‘এই বড় টুর্নামেন্টে মানসিক অনুশীলনটাই আসল। কেউ যদি মনে করেন, তার মাঠে এসে প্রস্তুতির কোনো দরকার নেই। তিনি হোটেলই বিশ্রাম নিতে পারেন।’ একজন ক্রিকেটার সপ্তাহে সাতদিন অনুশীলন করলেই মাঠে গিয়ে খুব ভালো পারফরর্ম করতে পারবেন এমন নয়। আবার কেউ কম অনুশীলন করেও অনেক ভালো খেলতে পারেন। তার বড় উদারহণ তো সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম অনুশীলন করেন তিনি। তারপরও এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদের তুলনায় একটি ম্যাচ কম খেলেও সবার উপরে তিনি। তাই এই বড় টুর্নামেন্টে শারীরিক অনুশীলনের চেয়ে মানসিক প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক, ‘ক্রিকেট হচ্ছে মেন্টাল গেম। এখানে মানসিকভাবে যে যত ভালো থাকবে তার ভালো খেলার সম্ভাবনা তত বেশি।’ টানা দুই ম্যাচে হার এবং বৃষ্টির কারণে একটি ম্যাচ প- হয়ে যাওয়ায় মানসিকভাবে বেশ আপসেট হয়েই পড়েছিল টাইগাররা। তবে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত এক জয়েই সব কিছু বদলে গেছে। টাইগারদের জয়ের ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। মাশরাফির ভাষ্য, ‘আমাদেরকে একদিকে যেমন পয়েন্ট টেবিলে চোখ রাখতে হচ্ছে, আবার নিজের খেলাও খেলতে হবে। উইন্ডিজের সঙ্গে আমরা অনেক ভালো খেলেছি। ওই ম্যাচের ফল এখানে কোনো কাজ দেবে না সত্যি। কিন্তু ওই জয়ে আমরা নতুন করে বুস্টআপ হয়েছি। ওই জয়টি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আর আত্মবিশ্বাস(!) কঠিন জিনিসকেও সহজ করে দেয়।’ টাইগার ক্যাপ্টেনের কথাতেই বোঝা যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশ কতটা মুখিয়ে আছে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here