আইনশৃঙ্খলা বাহিনীর দফতরে প্রথম জঙ্গি হামলা, সারাদেশে রেড অ্যালার্ট

0
501

নিজস্ব প্রতিবেদক : দেশে এই প্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফতরে কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটলো। দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থানের পর থেকে ছোট-বড় একাধিক জঙ্গি হামলায় টার্গেট ছিল ব্যক্তি বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভবন। সে বিবেচনায় আজ শুক্রবার রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরই জঙ্গিদের প্রথম টার্গেট হলো। এদিকে এ হামলার ঘটনার পর সারাদেশের থানা, কারাগার, সকল বন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

দেশের থানাগুলোতেও নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে থানার গেটে ডিউটি করার নির্দেশও দেওয়া হয়েছে।

রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ কোন জঙ্গিগোষ্ঠীর, তা সুনির্দিষ্ট করে না বলতে পারলেও, র‌্যাবের পক্ষ থেকে এটিকে জঙ্গি হামলা বলেই ধারণা করা হচ্ছে। র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরকের ধরণ দেখে ধারণা করা হচ্ছে হামলাকারী কোনও জঙ্গিগোষ্ঠীর সদস্য।

রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’

ঘটনার পর গণমাধ্যমকে মুফতি মাহমুদ খান বলেন, ‘এখন ক্যাম্পের নিরাপত্তাকেই তারা বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। যেহেতু বিস্ফোরণ ঘটেছে, সেহেতু আর কোনও বিস্ফোরক আছে কিনা, বোম ডিসপোজাল ইউনিট সেটি পরীক্ষা করে দেখছে। কারণ, এখানে যারা কাজ করবেন, তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে।

কারা-অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘জঙ্গি হামলার পর সারাদেশের কারাগারগুলোতে তারা রেড এলার্ট জারি করেছেন। সকল কর্মকর্তা এবং কারারক্ষীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিমানমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেন, ‘সব বিমানবন্দরে অধিকতর সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশেদা সুলতানা জানান, ‘শাহজালালসহ সব বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here