আইপিএলে মুম্বাই-পুনে ফাইনাল রাতে

0
417

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, আইপিএলের ফাইনাল আজ। দশম আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও স্টিভেন স্মিথের রাইজিং পুনে সুপারজায়ান্ট। আইপিএল ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই এর আগে ২০১৩ ও ২০১৫ সালে শিরোপা ঘরে তুলেছে।

অন্যদিকে দুর্নীতির অভিযোগে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের সাময়িক নিষেধাজ্ঞায় নতুন দল হিসেবে পুনে গতবারই (২০১৬) প্রথম এ টুর্নামেন্টে নাম লেখে। তেমন আলোচনায় না থাকলেও নিজেদের দ্বিতীয় আসরেই ফাইনালে উঠে চমক দেখায় স্মিথ-মহেন্দ্র সিং ধোনিরা। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জমজমাট ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গ্রুপ এবং এলিমেনটর পর্বে দুই দলের মুখোমুখি সাক্ষাত হযেছে তিনবার।এবং তিনবারই পুনের কাছে হারতে হয়েছে রোহিতের মুম্বাইকে। আজ কি তবে টানা চার হারের স্বাদ নিতে হবে মুম্বাইকে?

না। রাতে প্রতিশোধ নিতেই মুখিয়ে রোহিতরা।সেটাই জানিয়ে দিলেন মু্বাই অধিনায়ক। রোহি বলেন,‘তিনটি সাক্ষাতে ওদের বিরুদ্ধে হেরেছি। ফাইনালে ফের পুণের সঙ্গে ম্যাচটা কিন্তু খুব চিত্তাকর্ষক হতে চলেছে। আমরা দলীয় সংহতিতে বিশ্বাস রাখি। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ফাইনালে আমরা তেমনই ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই।’

গত তিনদিন বিশ্রাম সেরে তুলনায় অনেক বেশি চাঙ্গা রাইজিং পুণে সুপারজায়ান্ট শিবির। অধিনায়ক স্টিভ স্মিথের কথায়, ‘মুম্বই দলকে আমরা আগের মতোই সমীহ করি। ওরা দারুণ ক্রিকেট খেলছে। অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল ফাইনাল খেলতে চলেছি। ফলে আমরাও সেরা ক্রিকেটই উপহার দেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here