আওয়ামীলীগের মনোনয়নে নির্বাচিত হয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা কখনো আর নৌকা পেতে পারে না”-মেয়র লিটন

0
472

আরিফুজ্জামান আরিফ : যশোর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা কখনো আর নৌকা পেতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনকে নেতৃত্ব দেবে হৃদয়বান সৎ যোগ্য আদর্শবান ব্যক্তিরা।বঙ্গবন্ধুর আদর্শে বুকে নিয়ে মমতময়ী নেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করতে হবে। তাই আমরা আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সাধারণ মানুষের সাথে একযোগে কাধেঁ কাধঁ রেখে মিলে মিশে কাজ করতে হবে।তবেই আমাদের বিজয় সুনিশ্চিত।

বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলা আওয়ামীলীগের মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপি ইফতার ও দোয়া অনুষ্ঠানের অংশ হিসেবে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাগআঁচড়া সিনেমা হলের সামনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাগঁআচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি)হুমায়ন কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবলু, একেএম ফজলুল হক বকুল, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফুর, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, দপ্তর সম্পাদক আজিবর রহমান, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার সরদার, বাহাদুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আলতাব হোসেন, উপজেলা কৃষকলীগের সহসভাপতি আঃ লতিফ ধাবক, শার্শা উপজেলা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক এমদাদুল হক বকুল, শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, উপজেলা যুবলীগের নেতা রুহুল কুদ্দুস, প্রভাষক ওমর ফারুক, যুবলীগ নেতা মশিয়ার রহমান যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সেলিম রেজা বিপুল,শেখ নাজমুল হাসান, শফিক ধাবক, শেখ ফিরোজ হোসেন, সাংস্কৃতিক ফোরামের নেতা আমিনুর রহমান, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহামান, বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা মোজাফফার হোসেন, বিপ্লবুর রহমান, মতিয়ার রহমান মধু, প্রভাষক আলিম রেজা বাপ্পি, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, বেনাপোল পৌর কাউন্সিলার মিজানুর রহমান, কাউন্সিলর রাশেদ আলী, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন,ছাত্রলীগ নেতা আরিফুর রহমান,আহসান হাবীব আরিফ প্রমুখ।

সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here