আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে : এমপি স্বপন ভট্টাচার্য্য

0
524

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য (চাঁদ) বলেছেন, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা সরকারের দরকার। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎতের আলোয় আলোকিত করা হবে। এজন্য প্রতিটি নেতা-কর্মীদের দিধাদন্দ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগের রাজনীতি সুষম বন্টন ও উন্নয়নের রাজনীতি। সরকার দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেছেন,তাই আমরা আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সাধারণ মানুষের সাথে একযোগে কাধেঁ কাধঁ রেখে মিলে মিশে কাজ করতে হবে।তবেই আমাদের বিজয় সুনিশ্চিত।
বৃহস্পতিবার বিকালে মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটির বেলতলা বাজার প্রাঙ্গণে শুভগ্রাম বিদ্যুৎ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে হাজরাকাটি গ্রামে ৫২০ টি পরিবার বিদ্যুতায়নের আওতায় এলো।
ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা খায়রুল বাশার এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সহকারী জেনারেল ম্যানেজার (ওএণ্ডএম) মুহাম্মদ ফাখরুল ইসলাম,আওয়ামীলীগের অন্যতম নেতা প্রভাষক মিজানুর রহমান,চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম,এম ইমরান খান পান্না,ঝাঁপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সোহেল রানা,মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিপংকর হালদার,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান,মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম নেতা গোলাম মোক্তাদির (মন্টু),চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা জিয়াউর রহমান জিয়া,মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,যুবলীগের সদস্য ইউনুচ আলি,তরিকুল ইসলাম,সোহাগ হোসেন,সাবেক ছাত্রলীগনেতাএস,এম রাজু হোসেনসহ আওয়ামীলীগ হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন৷অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here